Tuesday, August 12, 2025

National: শীনা বোরা কি জীবিত? নাকি মিথ্যা বলছেন ইন্দ্রাণী? হত্যা মামলায় নতুন মোড়!

Date:

শিনা বোরা (Sheena Bora) হত্যা মামলায় নয়া ট্যুইস্ট। শিনার মা জেলবন্দি ইন্দ্রাণী (Indrani Mukherjee) কিছুদিন আগে দাবি করেছিলেন, তার মেয়ে জীবিত। আর তা প্রমাণ করতে সিবিআই (CBI)আদালতে আবেদনও করে ফেললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। বিচারপতি তদন্তের নির্দেশও দিয়েছেন সোমবার। ফলে তদন্তের অপেক্ষা। তদন্তেই উঠে আসবে আসল তথ্য।  মামলার মোড় ঘোরাতে ইন্দাণী মিথ্যা বলছেন, নাকি অন্য কাউকে শিনা(Sheena Bora) বলে প্রমাণ করতে চাইছেন? রহস্য বাড়ছে।

আরো পড়ুন বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

আবারও খবরের শিরোনামে শিনা বোরা হত্যা মামলা (Sheena Bora murder case)। ২০২১ সালে শীনা বোরা জীবিত আছে বলে যে দাবি করা হয়, তার প্রেক্ষিতে এবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। সিবিআই কে ঘটনার তদন্তের দায়িত্ব দিলো আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে আশা কোরকে নামে এক মহিলা শিনা বোরার সাথে কাশ্মীরে দেখা করেছেন বলে দাবি করা হয়। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি শিনা জীবিত? কারণ ২০১২ তে শিনা বোরা হত্যার ঘটনার অভিযোগে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শাস্তি ভোগ করছেন। যদিও পিটার মুখোপাধ্যায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন। এর আগে ইন্দ্রাণীর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছিল, এবং বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এটি অস্বীকার করেছিলেন। যোগ্যতার ভিত্তিতে জামিন প্রত্যাখ্যান করার সময়, বিচারপতি সাম্ব্রে বলেছিলেন, “এই আদালত নীচের আদালতের দ্বারা প্রদত্ত কারণগুলির সাথে সম্পূর্ণরূপে একমত। পরিস্থিতিগত প্রমাণের আকারে উপাদানগুলি এই অপরাধে মুখার্জির সরাসরি জড়িত থাকার দৃঢ় সমর্থন করে।”

সোমবার বিশেষ সিবিআই আদালতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইনজীবী কাশ্মীরে শিনা বোরা জীবিত থাকার দাবি তুলে, কাশ্মীর প্রসঙ্গ টেনে একটি আবেদন করেছেন যা গৃহীত হয়েছে৷এই দাবিটি ইঙ্গিত করে যে শিনা বোরা জীবিত এবং তাই আদালত সিবিআই কে এই বিষয়ে প্রমাণ  দাখিল করতে বলেছে৷ আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version