Sc EastBengal: ডার্বির আগে লাল-হলুদে নতুন বিদেশি

স্লোভাকিয়ান মিডফিল্ডার আমির ডেরিসেভিচের জায়গা স্বল্প দিনের চুক্তিতে এলেন ফ্রান্সিসকো।

স্প‍্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটাকে (Francisco José Sota) সই করাল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। মঙ্গলবার এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। স্লোভাকিয়ান মিডফিল্ডার আমির ডেরিসেভিচের ( Amir Dervisevic) জায়গা স্বল্প দিনের চুক্তিতে এলেন ফ্রান্সিসকো। থাকবেন মরশুমের শেষ পর্যন্ত। ডার্বির আগে ফ্রান্সিসকোকে সই করিয়ে মাঝমাঠে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।

লাল-হলুদে যোগ দিয়ে ফ্রান্সিসকো বলেন,” আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি হয়েছি। ভারতের অত্যন্ত বড় ফুটবল ক্লাব এটি। আমি ক্লাবের ইতিহাস জানি। বিরাট ফ্যানবেস রয়েছে। আমার অভিজ্ঞতা ও ফুটবলের জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করব।”

আরও পড়ুন:Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল

 

এদিকে ইস্টবেঙ্গল মাঠে বসানো হল অত্যাধুনিক ডাগ আউট। ৫০ বছরের বেশি সময় ধরে যে ডাগ আউট ছিল, তা সরিয়ে নতুন ডাগ আউট বসল লাল-হলুদ মাঠে। মঙ্গলবার ডাগ আউট উদ্বোধন করার জন্য উপস্থিত ছিলেন মহম্মদ নবি, অ্যালভিটো ডি’কুনহা, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, বিকাশ পাঁজি, মেহতাব হোসেনরা।