Friday, November 14, 2025

রাহুলের নেতৃত্ব নিয়ে ফের উঠল প্রশ্ন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ আরপিএন সিংয়ের

Date:

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের আরপিএন সিং (RPN Singh) কংগ্রেস ছেড়ে এবার যোগ দিল বিজেপিতে (BJP)। ফলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আরও একবার উঠল প্রশ্ন। যেখানে পাঁচ রাজ্যের নির্বাচনের আগে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) একের পর এক উত্তরপ্রদেশ সফর নিয়ে ব্যস্ত, তখন রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং (RPN Singh) যোগদান করলেন গেরুয়া শিবিরে। তাও এমন একটা দিনে যোগদান হলো, যখন তার আগের দিনই কংগ্রেসের স্টার প্রচারকের তালিকায় রাখা হয়েছিল আরপিএন সিংকে। ফলে প্রশ্ন উঠেছে রাহুল গান্ধীর সাংগঠনিক ক্ষমতা নিয়েও।

সুস্মিতা দেব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের পর কংগ্রেসে যোগ দিলেন আরপিএনসিং। অর্থাৎ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের নেতা বলে পরিচিতদের মধ্যে রইলেন আর মাত্র দুইজন। শচিন পাইলট এবং মিলিন্দ দেওরা। দলের ভিতরেই তাই প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর নেতৃত্ব এবং সংগঠন ধরে রাখার ক্ষমতা নিয়ে।

আরও পড়ুন: জাতীয় ভোটার দিবসে ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল মোদির

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জি ২৩ র পক্ষ থেকে চিঠি দিয়ে গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতৃত্ব বাছার প্রসঙ্গ তোলা হয়েছিল। দলের বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদ এবং আনন্দ শর্মাও প্রশ্ন তুলেছিলেন। যদিও গেরুয়া শিবিরে যোগদান করার পর আরপিএন সিং জানিয়েছেন, দেশের কাজ করার জন্যই তিনি গেরুয়া শিবিরের হাত ধরেছেন। কিছুদিন আগেই সমাজবাদী পার্টির ঘরের লোক যোগ দিয়েছিল বিজেপিতে,আর এখন রাহুল ঘনিষ্ঠও  তাঁর হাত ছাড়লো। ফলে হাইভোল্টেজ ড্রামা জমে উঠেছে উত্তরপ্রদেশে।

মঙ্গলবার দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে (BJP)। এর আগেও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ঘনিষ্ঠ বলে পরিচিত এবং “লরকি হু লর সাকতি হু” স্লোগানের প্রধান মুখ প্রিয়াঙ্কা মৌর্যও কংগ্রেসের প্রতী অসন্তোষ প্রকাশ করে দল ছাড়েন। প্রসঙ্গত, কুশিনগর রাজপরিবারের সদস্য আরপিএন সিং ও তার পরিবার বহু বছর ধরেই কংগ্রেস অনুগামী বলেই পরিচিত। মনমোহন সিং (Manmohan Singh) মন্ত্রিসভার সদস্যও ছিলেন তার বাবা সিপিএন সিং। কংগ্রেসের প্রতিবাদী নেতা বলে পরিচিত জি-২৩ গ্রুপের এই সদস্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। স্বভাবতই বর্ষীয়ান এই নেতার দলত্যাগ এর ফলে বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে বেকায়দায় কংগ্রেস।

 

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version