জিতেন তিওয়ারিকে “মোষ” বলে কটাক্ষ অনুব্রতর! কিন্তু কেন?

প্রাক্তন রাজনৈতিক সহকর্মীর তাঁর প্রতি বিরূপ মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি বীরভূম তৃণমূল জেলা সভাপতি

“অনুব্রত মন্ডলের কোনও ফেস ভ্যালু নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে কোনওদিন ভোটে দাঁড় করায় না। অনুব্রতদের কোনও গুরুত্ব নেই বলে তারকাদের ভোটে দাঁড় করাতে হয়। অনুব্রত কোনও নেতার পর্যায়ে পড়ে না। রাজনৈতিক বিনোদনের জন্য ঠিক আছে অনুব্রত। আসলে আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের অনেক সময় বিভিন্ন চাপের মধ্যে থেকে যেতে হয়। তাই বাড়ি ফেরার পর একটু বিনোদনের জন্য অনুব্রত মণ্ডলের কথাবার্তা শুনলে রিফ্রেশমেন্ট হয়!” বক্তা, দলবদলু নব্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

প্রাক্তন রাজনৈতিক সহকর্মীর তাঁর প্রতি এমন বিরূপ মন্তব্যের পর পাল্টা দিতে ছাড়েননি বীরভূম তৃণমূল জেলা সভাপতি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল বলেন, “কে জিতেন? ওই মোষটা। ওতো একটা আস্ত মোষ। মানুষ হয়ে একটা মোষের কথার কোনও উত্তর দেবো না।”

 

Previous articleহঠাৎ কীসের স্বার্থে নিষ্ক্রিয় কমিউনিস্ট বুদ্ধদেবকে পদ্মভূষণ বিজেপির? প্রশ্ন জয়প্রকাশের
Next articleজেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু