Thursday, December 18, 2025

জেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু

Date:

Share post:

স্বপ্ন দেখেছিলেন একুশের ভোটে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। স্বপ্ন দেখেছিলেন বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী (CM) হওয়ায়। প্রলোভনে হোক, কিংবা অন্য কারণে তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে মমতা (Manata Banerjee) ও সবুজ ঝড়ে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সেই স্বপ্নভঙ্গ হয়েছে। ববিতর্কিত ফলাফলে নন্দীগ্রামে (Nandigram) বিধায়ক হয়ে শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপি মহলে বলা হয়, শুভেন্দু বিধানসভা ও বিধায়ক সংক্রান্ত বিষয়টি দেখেন। সংগঠনে তাঁর বিশেষ ভূমিকা নেই। কিন্তু তলে তলে শুভেন্দু যে বিজেপির অন্দরে সেই পুরনো স্টাইলে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েম করতে চলেছেন, সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

বুধবার, বেশ কয়েকটি সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে কাঁথি সাংগঠনিক জেলা কমিটি। যেখানে জ্বল জ্বল করেছে অধিকারী পরিবারের এক সদস্যের নাম। শুভেন্দুর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির সাংগঠনিক স্তরে এবার ঢুকে পড়ল পূর্ব মেদিনীপুরের আধিকারী পরিবার। কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে সৌম্যেন্দু অধিকারীকে। নতুন জেলা কমিটিতে জায়গা পেয়েই সৌম্যেন্দুর প্রতিক্রিয়া বিধানসভা ভোটের আগে সে গেরুয়া শিবিরে যোগদান করেছিল বলেই নাকি কাঁথিতে বিজেপি ভাল ফল করেছে। তারই পুরস্কার স্বরূপ দলীয় নেতৃত্ব ভরসা রেখেছে। এদিকে শুভেন্দুর ভাই জেলা কমিটিতে ঢুকে পড়লেও, যাঁরা দলের আদি সৈনিক তাঁরাই এখন ব্রাত্য।

সৌম্যেন্দু বিজেপির জেলা কমিটিতে জায়গা পেতেই
তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, এটাই অধিকারী পরিবার। এরা যেখানেই যখন থাকে, সেখানে ধাপে ধাপে ক্ষমতার কেন্দ্রে জায়গা করে নেন। বিজেপি দলেও এবার অধিকারী পরিবারতন্ত্র কায়েম হবে। তবে এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং, অধিকারীদের জন্য বিজেপি আরও শেষ হয় যাবে।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে এক সময় কাঁথির অধিকারী পরিবার কার্যত কর্তৃত্ব কায়েম ছিল। শুভেন্দুর এই ছোট ভাই সৌম্যেন্দু ছিলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রশাসক। শুভেন্দু ছিলেন রাজ্যের মন্ত্রী। বাবা শিশির অধিকারী এখনও খাতায়কলমে কাঁথির সাংসদ। আরেক ভাই দিব্যেন্দু অধিকারীও তমলুকের সাংসদ। নিজেকে এখনও তৃণমূলী বলে দাবিও করেন।

আরও পড়ুন- জিতেন তিওয়ারিকে “মোষ” বলে কটাক্ষ অনুব্রতর! কিন্তু কেন?

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...