Tuesday, November 4, 2025

আগামিকাল থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর উড়ালপুল,বিকল্প হিসেবে কোন পথ ব্যবহার করবেন? জেনে নিন

Date:

পার্ক স্ট্রিট উড়ালপুলের পর এবার খিদিরপুর উড়ালপুল। স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা পাঁচদিন বন্ধ রাখা হবে খিদিরপুর ফ্লাইওভার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিকাল রাত ১০ টা থেকে ১ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত খিদিরপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এই ক’দিন সাধারণ মানুষকে ঘুরপথে গন্তব্যে যেতে হবে।ফলে খানিকটা ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:খোলা হয়েছে ভেন্টিলেশন, শারীরিক অবস্থার উন্নতি লতা মঙ্গেশকরের

কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ২৮ তারিখ রাত ১০ টায় ফ্লাইওভভার বন্ধ করে দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি ভোর পাঁচটায় খুলে দেওয়া হবে উড়ালপুল। ফলে এই পাঁচদিন ধর্মতলার দিক থেকে খিদিরপুর যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। এই কয়েকটি দিন গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড ও খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই মাঝেরহাট উড়ালপুলে দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলির স্বাস্থ্যপরীক্ষা শুরু করা হয়। একে একে লক গেট উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, চিৎপুর উড়ালপুল এবং নাগেরবাজার উড়ালপুলেরও স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। এখনও নিয়মিত চলছে সেতু ও উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা। স্বভাবতই খানিকটা ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version