Thursday, August 21, 2025

টুইটারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্থার সিইও পরাগ আগরওয়ালকে চিঠি রাহুলের

Date:

Share post:

মোদি সরকারের(Modi govt) চাপে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা বাড়তে বাধা দেওয়া হচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi)। অন্যদিকে বিজেপি(BJP) নেতাদের ফলোয়ার সংখ্যা বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। এই ঘটনাতেই টুইটারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্থার সিইও(CEO) ভারতীয় বংশোদ্ভুত পরাগ আগরওয়ালকে(Parag Agarwal) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

টুইটারের সিইওকে উদ্দেশ্য করে ওয়েনাড়ের কংগ্ৰেস সাংসদ রাহুল গান্ধী চিঠিতে লেখেন, “একনায়কত্ব রুখে দিয়ে মুক্ত গণতন্ত্রের বিস্তার নিশ্চিত করার গুরুদায়িত্ব রয়েছে আপনার উপর। আমি কোটি কোটি ভারতবাসীর তরফে তোমাকে এই চিঠি লিখছি। টুইটার যাতে ভারতের ধ্বংসের সৈনিক না হয়ে যায়, সেটা নিশ্চিত করা আপনার কর্তব্য।” পাশাপাশি রাহুল সরাসরি অভিযোগ করেন, “আমি সরাসরি টুইটারের আধিকারিকদের কাছ থেকে জানতে পেরেছি, আমার কন্ঠস্বর দমন করার জন্য সরকার টুইটারের উপর বিপুল চাপ সৃষ্টি করছে।”

আরও পড়ুন:অরুণাচলের অপহৃত কিশোরকে মুক্তি দিয়েছে চিন, টুইটে জানালেন আইনমন্ত্রী কিরেন রিজিজু

আর এই ঘটনার প্রমাণ তুলে ধরে তিনি বলেন, একই ছবি পোস্ট করার জন্য সরকার পক্ষের টুইটার হ্যান্ডেল কোন শাস্তি পাচ্ছে না, অথচ আমার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে। ২০২১ সালের প্রায় সাত মাস টানা মাসে ৪ লক্ষ করে ফলোয়ার বাড়ছিল আমার। অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পর থেকে তা বন্ধ হয়ে ফলোয়ার সংখ্যা বেড়েছে মাত্র দুই হাজার। সেপ্টেম্বর মাসে ফলোয়ার সংখ্যা কমে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল। সরকারের চাপের মুখে পড়ে টুইটার এইসব করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

যদিও টুইটারের বিরুদ্ধে রাহুলের তোলা এই সকল অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়ে পাল্টা টুইটার মুখপাত্র জানান, “ফলোয়ার সংখ্যা টুইটারের দৃশ্যমান ফিচার। আমরা চাই সবার মধ্যে বিশ্বাস থাক যে এই সংখ্যাগুলি সঠিক এবং অর্থপূর্ণ। টুইটার কোনওরকম স্প্যাম বা বেনিয়ম সহ্য করে না।”

spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...