অরুণাচলের অপহৃত কিশোরকে মুক্তি দিয়েছে চিন, টুইটে জানালেন আইনমন্ত্রী কিরেন রিজিজু

কেন্দ্রের চাপের মুখে পড়ে অরুণাচলের(Arunachal) নিখোঁজ কিশোরকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল চিন(Chaina)। সেইমতো বৃহস্পতিবার ওই কিশোরকে ভারতীয় সেনার হাতে তুলে দিলো তারা। এদিন টুইট করে এই তথ্য প্রকাশ এনেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju)।

অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোর মিরম তারনের মুক্তির তথ্য প্রকাশ্যে এনে টুইটে কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু লেখেন, “অরুণাচল প্রদেশের কিশোরকে ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে চিনা সেনা। আপাতত দুই দেশের সেনার মধ্যে কিছু আইনি প্রক্রিয়া চলছে। নিখোঁজ তরুণের স্বাস্থ্য পরীক্ষা হবে।”

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, “সাধারণতন্ত্র দিবসে হটলাইনে লালফৌজের সঙ্গে কথা হয়েছে ভারতীয় সেনার। লালফৌজ এই বিষয়ে সদর্থক ইঙ্গিত দিয়ে জানিয়েছে, তারা আমাদের দেশের ওই নাগরিককে মুক্তি দিতে রাজি। কোন স্থানে তাকে ছাড়া হবে, সেই জায়গাটি আমাদের বেছে নিতে বলা হয়েছে। ওর সময় ও তারিখ শিগগিরি জানাবে। ওদের দিকের খারাপ আবহাওয়ার কারণেই দেরি হচ্ছে।” অবশেষে ভারত সরকারের তৎপরতায় মুক্তি পেল অরুণাচলের নিখোঁজ কিশোর।

Previous articleস্কুল খোলার দাবিতে এসএফআই ও এবিভিপির বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর
Next articleIstanbul:বরফে ঢাকা ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, সারি সারি দাঁড়িয়ে বিমান