স্কুল খোলার দাবিতে এসএফআই ও এবিভিপির বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর

স্কুল খোলার দাবিতে এসএফআই (SFI) ও এবিভিপির (ABVP) বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুল খোলার দাবিতে বেলা ১২ নাগাদ বিক্ষোভ কর্মসূচিতে নামে এসএফআই (SFI)। ঠিক তারপরই একই দাবিতে একই জায়গায় পথে নামে এবিভিপি। জোড়া বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।

আরও পড়ুন: উডবার্ন ওয়ার্ডে ভর্তি গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসায় বোর্ড গঠন

ব্যারিকেড ভাঙন বিক্ষোভকারীরা। ক্যাম্পাসের দিকে এগোতে থাকেন তাঁরা। এরপর এবিভিপির রাজ্য সম্পাদক সুরঞ্জন দাসের (Suranjan Das) সঙ্গে বচসা হয় পুলিশের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভের আঁচ আরও বাড়তে থাকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। তার সাম্প্রতিকতম উদাহরণ শিলিগুড়ির মেধাবী ছাত্রের আত্মহত্যা। তাই স্কুল খোলা উচিত।

 

Previous articleSc EastBengal: ইস্টবেঙ্গলের ডার্বির জয় মুশকিল, বললেন লাল-হলুদের প্রাক্তন কোচ মানোলো দিয়াজ
Next articleঅরুণাচলের অপহৃত কিশোরকে মুক্তি দিয়েছে চিন, টুইটে জানালেন আইনমন্ত্রী কিরেন রিজিজু