আশা জাগিয়ে ফের ধাক্কা খেল শেয়ারবাজার, দিনের শেষে ৭৬ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,২০০.২৩ (⬇️ -০.১৩%)

🔹নিফটি ১৭,১০১.৯৫ (⬇️ -০.০৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। ওমিক্রন আতঙ্ককে ছাপিয়ে বাড়তে থাকা শেয়ারবাজার লাগাতার গত কয়েকদিন বড় ফের ধাক্কা খেয়েছে। শুক্রবার বাজার খোলার পর আশার আলো দেখালেও দিনের শেষে ৭৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৮ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭৬.৭১ পয়েন্ট বা -০.১৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,২০০.২৩। এনএসই নিফটি (NSE Nifty) -৮.২০ পয়েন্ট বা -০.০৫ শতাংশ নেমে হয়েছে ১৭,১০১.৯৫। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleআতঙ্ক কাটেনি দোমহনিতে, এখনও কান পাতলে শোনা যাচ্ছে আর্তনাদ!
Next articleঅবসাদে অপমৃত্যু রুখতে উদ্যোগী তৃণমূল ছাত্র পরিষদ