Monday, August 25, 2025

৫৬ ইঞ্চির বুকের উপর বসে চিন অথচ তিনি নীরব: ফের মোদিকে কটাক্ষ সুব্রহ্মণ্যমের

Date:

চিন(China) ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে নিজের সরকারকে সমালোচনা করা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy) আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) কটাক্ষ করলেন।

বিজেপি সাংসদ টুইট করে লিখেছেন মোদির ৫৬ ইঞ্চি চওড়া বুকের উপর চিন বসে আছে অথচ তিনি নীরব। শুক্রবার প্রীতম সর্ববিদ্যা নামে একজন টুইটার ব্যবহারকারী একটি খবর শেয়ার করেছেন যেখানে চিনের প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেছে যে, ভারতের সাথে সীমান্ত বিরোধ দুই দেশের মধ্যে একটি সমস্যা। তাই এই বিরোধে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ করা উচিত নয়। একই খবর টুইট করে, ব্যবহারকারী তার টুইটে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকেও ট্যাগ করেছিলেন এবং লিখেছেন যে চিন এখন আমেরিকাকে হস্তক্ষেপ না করার জন্য হুমকি দিচ্ছে।

আরও পড়ুন:‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

সুব্রহ্মণ্যম স্বামী টুইটের জবাব দিয়েছেন এবং লিখেছেন, ভারতের সাথে “এক সাথে কাজ” করে সমস্যা মেটানোর কথা বলে চিন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব কাজের দিকে মনোনিবেশ করতে বলে মোদির ৫৬ ইঞ্চি বুকে বসে আছে। তিনি এর বিরোধিতাও করছেন না। আসলে মোদি জানেন না যে চিন তার বুকে বসে। তিনি শুধু ‘কোই আয়া নাহি’ জপ করে চলেছেন। ভারত ও চিনের মধ্যে ১৪ তম দফা আলোচনা গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। তার আগে, হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাস্কি ভারত ও চিনের মধ্যে চলমান সীমান্ত বিরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে চিন তার প্রতিবেশীদের ভয় দেখানোর চেষ্টা করে এবং আমরা চিনের এই আচরণ পর্যবেক্ষণ করছি। মার্কিন কর্মকর্তার দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায়, চিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সীমান্ত সমস্যা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং চিন ও ভারত উভয়েই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে। দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক হয়েছে। সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

উল্লেখ্য , ২০২০ সালের মে মাসে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত বিরোধ নিয়ে উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি হয়েছিল। গালওয়ানে সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সৈন্য মারা গেলে দুই দেশের মধ্যে যে বিরোধ দেখা দেয় তা হিংসাত্মক রূপ নেয়।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version