Tuesday, May 6, 2025

কোথায় দু’গজের দূরত্ব? কোথায় মাস্ক? কোভিড বিধি শিকেয় তুলে ‘শাহি প্রচার’ উত্তরপ্রদেশে

Date:

“দো গজ দূরি মাস্ক হ্যা জরুরি” – কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে ব্যস্ত খোদ স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শাহ। আর সেখানেই তাঁর করোনা বিধিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

করোনার(Covid) উত্তরোত্তর বৃদ্ধিকে মাথায় রেখে, ৫ রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অসংখ্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথাযথ কোভিড প্রটোকল মেনেই মাত্র ৫ জন ব্যাক্তিকে নিয়ে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আর তিনিই সব রকম নির্বাচনী নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যাস্ত। কেন্দ্রীয় সরকারের নিয়মকে কোনোরকম তোয়াক্কা না করেই, স্বরাষ্ট্রমন্ত্রী মাস্ক ছাড়া জনতার মধ্যে ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেট মাধ্যমে। মুখের লালা ব্যবহার করে জনতার মধ্যে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

আরও পড়ুন:Jahdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল সংঘাত: স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি ধনকড়ের

নেটিজেনরা লালার মাধ্যমে ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছেন অমিত শাহের বিরুদ্ধে। ভিডিওতে দেখা গেছে অমিত শাহের মুখে কোনও মাস্ক নেই, তিনি লিফলেটের একটি বান্ডিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তার মুখের লালা ব্যবহার করছেন। করোনা আর ওমিক্রনের ঠেলায় দেশ যখন বিপর্যস্ত, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাণ্ডজ্ঞানহীন আচরণে সমালোচনার ঝড় টুইটার জুড়ে। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি প্রচার করতে দেখে অনেকেই ব্যঙ্গ করেছেন।

অনেকে যেমন নির্বাচন কমিশনের নির্দেশিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকে আবার এটাও বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বহর এতটাই যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে। আরও একধাপ এগিয়ে গিয়ে, অনেকে আবার বলেছেন, বিজেপির আত্মবিশ্বাস এতটাই তলানীতে যে সমস্ত কাজ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাড়ি বাড়ি ভোট চাইতে হচ্ছে। সবমিলিয়ে অমিত শাহের ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version