Saturday, November 15, 2025

কোথায় দু’গজের দূরত্ব? কোথায় মাস্ক? কোভিড বিধি শিকেয় তুলে ‘শাহি প্রচার’ উত্তরপ্রদেশে

Date:

“দো গজ দূরি মাস্ক হ্যা জরুরি” – কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে ব্যস্ত খোদ স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শাহ। আর সেখানেই তাঁর করোনা বিধিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

করোনার(Covid) উত্তরোত্তর বৃদ্ধিকে মাথায় রেখে, ৫ রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অসংখ্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথাযথ কোভিড প্রটোকল মেনেই মাত্র ৫ জন ব্যাক্তিকে নিয়ে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আর তিনিই সব রকম নির্বাচনী নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যাস্ত। কেন্দ্রীয় সরকারের নিয়মকে কোনোরকম তোয়াক্কা না করেই, স্বরাষ্ট্রমন্ত্রী মাস্ক ছাড়া জনতার মধ্যে ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেট মাধ্যমে। মুখের লালা ব্যবহার করে জনতার মধ্যে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

আরও পড়ুন:Jahdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল সংঘাত: স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি ধনকড়ের

নেটিজেনরা লালার মাধ্যমে ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছেন অমিত শাহের বিরুদ্ধে। ভিডিওতে দেখা গেছে অমিত শাহের মুখে কোনও মাস্ক নেই, তিনি লিফলেটের একটি বান্ডিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তার মুখের লালা ব্যবহার করছেন। করোনা আর ওমিক্রনের ঠেলায় দেশ যখন বিপর্যস্ত, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাণ্ডজ্ঞানহীন আচরণে সমালোচনার ঝড় টুইটার জুড়ে। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি প্রচার করতে দেখে অনেকেই ব্যঙ্গ করেছেন।

অনেকে যেমন নির্বাচন কমিশনের নির্দেশিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকে আবার এটাও বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বহর এতটাই যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে। আরও একধাপ এগিয়ে গিয়ে, অনেকে আবার বলেছেন, বিজেপির আত্মবিশ্বাস এতটাই তলানীতে যে সমস্ত কাজ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাড়ি বাড়ি ভোট চাইতে হচ্ছে। সবমিলিয়ে অমিত শাহের ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version