রেল লাইনে বসে মোবাইল গেম, জয়নগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর

দুই বন্ধুর কানেই হেডফোন ছিল

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Jaynagar) মোবাইলের গেম (Mobile Game) খেলতে গিয়ে লোকাল ট্রেনের ধাক্কায় (Train Accident) মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের নাম সৌরভ মারিক(২০) ও রেজাউল শেখ(১৭)। দু’জনেরই বাড়ি জয়নগর থানার বহড়ু এলাকায়। মৃত সৌরভ মারিক দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আর রেজাউল একটি বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।

আজ, শুক্রবার সকালে সৌরভ ও রেজাউল সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বন্ধুর কানেই হেডফোন ছিল। তারা রেললাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। তখন বহড়ু ও জয়নগর স্টেশনের মাঝামাঝি রেলক্রসিংয়ে শিয়ালদহগামী আপ লক্ষ্মীকান্তপুর লোকাল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পাওয়ার পর বারুইপুর জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তাঁদের দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাতেও শোকের ছায়া।

Previous articleFake Video: পুরনো ভিডিও দেখিয়ে রিষড়ার বিদায়ী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, নেপথ্য কারা?
Next articleযুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের বিরুদ্ধে পাল্লা ভারী ভারতের