অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শেষ চারে পৌঁছে চমক আফগানদের

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় চমক দিল আফগানিস্তান। শক্তিশালী শ্রীলঙ্কাকে টানটান উত্তেজক ম্যাচে ৪ রানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানরা।অথচ প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে মাত্ৰ ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তানের ইংনিস। শ্রীলঙ্কার পেসার বিনুজা রামপাল মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট দখল করেন। আফগানিস্তানের হয়ে কিছুটা লড়াই করেন আব্দুল হাদি। তিনি ৩৭ রান করেন। ৩০ রান করেন নুর আহমেদ।

আরও পড়ুন- অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

পাল্টা ব্যাট করতে নেমে ৪৬ ওভারে মাত্র ১৩০ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একটা সময় স্কোরবোর্ডে ৪৩ রান তুলতে না তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। এরপর দুনিথ ওয়েলাঙ্গে (৩৪) ও রাভিন ডি সিলভা (২১) কিছুটা লড়লেও হার বাঁচাতে পারেননি।