Tuesday, November 11, 2025

অগ্নিমিত্রার “প্রেমে” তৃণমূলের পতাকায় মোড়া সারমেয়, চক্রান্ত দেখছে ঘাসফুল শিবির

Date:

শীতকাল, তাই পশুপ্রেমীরা অনেক সময়ই গৃহপালিত হোক কিংবা রাস্তার সারমেয়, আদর করে পোশাক পড়িয়ে দেন। এক্ষেত্রে সেরকম কিনা জানা নেই, তবে রাস্তার কুকুরের গোটা শরীর তৃণমূলের দলীয় পতাকায় মোড়া। এবং সেই কুকুরটি পিছু ছাড়ছে না বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের। অগ্নিমিত্রা যেখানেই যাচ্ছেন, তাঁর পিছু পিছু ঘুরছে অবলা প্রাণীটি। অগত্যা সারমেয়কে আদর করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। এবং তার শরীর থেকে খুলে দিলেন তৃণমূলের পতাকা। আপাতদৃষ্টিতে বিষয়টি কাকতালীয় মনে হলেও, এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা আসানসোল জুড়ে। বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলেছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, এটা বিজেপির নোংরা রাজনীতি।

আরও পড়ুন- SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

ঠিক কী ঘটেছিল?

আসানসোল (Asansol) পুরনিগমের ভোটের জন্য ৫৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে ছিলেন অগ্নিমিত্রা পাল। তখনই হঠাৎ এলাকার একটি রাস্তার কুকুর চলে আসে অগ্নিমিত্রার কাছে। কুকুরটি শরীর তৃণমূলের পতাকায় মোড়া ছিল। যেখানেই বিজেপি বিধায়ক যাচ্ছেন, সেখানেই তাঁর পায়ে পায়ে ঘুরছে কুকুরটি। একটি সময় মুচকি হেসে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, “ও মনে হয় বিজেপিতে যোগদান করবে বলে বারবার আমার কাছাকাছি ঘুরছে।” কুকুরটির শরীর থেকে তৃণমূলের দলীয় পতাকাটি খুলে একটি উঁচু জায়গায় “সযত্নে” তুলে রাখেন তিনি। এরপর তিন কটাক্ষ করে বলেন, “হতে পারে বিরোধী। কিন্তু চোখের সামনে দেখলাম একটি রাজনৈতিক দলের দলীয় পতাকার অসম্মান। তাই থাকতে না পেরে কুকুরটির গা থেকে খুলে দিলাম। আসলে তৃণমূলের নীতি আদর্শ বলে কিছু নেই। তাই নিজেদের দলের পতাকার অসম্মান করে রাস্তার কুকুরকে পরিয়ে দিচ্ছে।”

আরও পড়ুন- ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

যদিও বিতর্ক এখানেই থামছে না। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। তৃণমূল নেতা অশোক রুদ্রর দাবি, কুকুরটির গায়ে তৃণমূলের কোনও লোক পতাকা বাঁধেনি। এটা বিজেপির কাজ। ওদেরই কোনও লোক বেঁধেছে। বিজেপির কারও পোষা হতে পারে এই কুকুর। তাই তৃণমূলের পতাকাকে অসম্মান করা হয়েছে। তা না হলে অগ্নিমিত্রা পাল প্রচারে বেরোলেন আর তাঁর কাছেই ওই কুকুরটি বারবার ঘুরছে কেন? কুকুরটির পরিচিত কেউ অবশ্যই ওই সময় অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে বিজেপি জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version