Friday, January 30, 2026

ফের তুঙ্গে নেতাজি বিতর্ক, কেন্দ্রের প্রস্তাবিত মূর্তিতে তীব্র আপত্তি বসু পরিবারের

Date:

Share post:

নেতাজিকে(Netaji) নিয়ে অস্বস্তির কাঁটা পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদির(Narendra Modi)। সাধারণতন্ত্র দিবসে দিল্লির অনুষ্ঠানে রাজ্যের নেতাজি ট্যাবলো বাদ পড়ার ঘটনায় একই বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠেছে নেতাজিকে সম্মান জানাতে মোদির গঠন করা জাতীয় কমিটির একটিও বৈঠক না হওয়ার ঘটনা নিয়ে। তবে বিতর্ক ধামাচাপা দিতে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী দিল্লির ইন্ডিয়া(India gate) গেটের সামনে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ঘোষণা করেন। সুভাষচন্দ্রের(Subhash Chandra Bose) একটি ‘হলোগ্রাম’ মূর্তির উদ্বোধন করেন তিনি। সেই মুহূর্তকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এই শুতে নেতাজি পরিবারের তরফে ইতিমধ্যেই চিঠি লেখা হয়েছে নরেন্দ্র মোদিকে অবিলম্বে সংশ্লিষ্ট কমিটির ভার্চুয়াল বৈঠকের দাবি তোলা হয়েছে।

প্রস্তাবিত নেতাজি মূর্তি বিরোধিতা করে সুভাষচন্দ্রের নাতি চন্দ্র কুমার বসু ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। যে চিঠিতে তিনি জানিয়েছেন, নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তকে আমরা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। কিন্তু হলোগ্রাম মূর্তিতে নেতাজির স্যালুট দেওয়ার ভঙ্গি তাঁর মতো ব্যক্তিত্ববান দেশনায়কের সঙ্গে খাপ খায়না। শুধু পরিবারের সদস্যরাই নন, জাভেদ আখতার সহ সুভাষ অনুগামী বহু মানুষ একই মত ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে চন্দ্র বসু বলেন পাথরের মূর্তিও হলোগ্রামের মতো হবে বলে শুনেছি, তাই আপত্তির কথা জানিয়ে দ্রুত কমিটির বৈঠক ডাকার আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে পরিবারের সঙ্গে একমত প্রকাশ করেছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফও।

আরও পড়ুন:৫ বছরের মোদি শাসনে ‘ধনকুবের’ বিজেপি, সম্পত্তি ৬ গুণ বেড়ে হয়েছে ৫ হাজার কোটি

জানা গিয়েছে, বসু পরিবারের সদস্যরা চেয়েছিলেন, কলকাতার রেড রোডের মতো নেতাজির ‘দিল্লি চলো’ স্লোগান তোলা লড়াকু মেজাজের মূর্তি তৈরি হোক। কিন্তু ইন্ডিয়া গেটের সামনে যে ক্যানপি বা ছাদনার ভিতরে মূর্তিটি থাকবে, তাতে সামনের দিকে হাত তোলা মূর্তি বসানো সম্ভব হবে না। তাই বিকল্প হিসেবে তাঁরা চান, ১৯৪৩ সালে সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ সরকারের কথা ঘোষণা করার সময় নেতাজির যে লড়াকু চেহারা ফুটে উঠেছিল, সেই ছবির আদলেই তৈরি হোক মূর্তি। এবিষয়ে সংশ্লিষ্ট ভাস্করের সঙ্গে বৃহস্পতিবার রাতে ফোনে একপ্রস্থ কথাও হয়েছে চন্দ্রবাবুর। পরিবারের তরফে কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী, চিত্রকর ও ভাস্করকে নিয়ে একটি কমিটি গড়ে এবিষয়ে তাঁদের স্বাক্ষরিত প্রস্তাব প্রধানমন্ত্রীকে পাঠানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

spot_img

Related articles

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...