ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

দিলীপ ঘোষের সঙ্গে প্রচারের সময়ে পাঁচ জনের অনেক বেশি সমর্থক ছিল

বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কেন্দ্র করে বিধানগরে (Bidhannagar) ফের উত্তেজনা। শনিবার সকালে পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে জগৎপুর বাজারে ভোট প্রচারে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ। করোনা (Corona) আবহে কোভিডবিধি লঙ্ঘন করে নির্বাচনী বিধিভঙ্গ করে ভোট প্রচার করেছিলেন বলে অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে।

পুলিশের দাবি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে প্রচারের সময়ে পাঁচ জনের অনেক বেশি সমর্থক ছিল। পুলিশের আপত্তিতে প্রচার অসমাপ্ত রেখেই এলাকা ছাড়েন বিজেপি নেতা।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

অন্যদিকে দিলীপ ঘোষের বক্তব্য, “আমি বুঝতে পারছি না বাজারে এসে মানুষের সঙ্গে দেখা করলে কীসের অসুবিধা। কিন্তু পুলিশ আমায় আটকাচ্ছে। প্রচার যদি করতে না দেয়, তাহলে নির্বাচন করছেন কেন?”

 

Previous articleSBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?
Next articleঅগ্নিমিত্রার “প্রেমে” তৃণমূলের পতাকায় মোড়া সারমেয়, চক্রান্ত দেখছে ঘাসফুল শিবির