ডার্বিতে ( Derby) হ্যাটট্রিক। একেবারে যেন স্বপ্নের উত্থান। শনিবার এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) বিরুদ্ধে খেলতে নেমে হ্যাটট্রিক করে এটিকে মোহনবাগানকে ( Atk Mohunbagan) ৩-১ গোলে জেতালেন কিয়ান নাসিরি( Kiyan Nasiri)। ম্যাচের সেরা তিনি। আর ছেলের এই সাফল্যে উচ্ছসিত বাবা জামশেদ নাসিরি ( Jamshed Nasiri)। এদিন তিনি বলেন, আমি চাই কিয়ান এই ধারাবাহিকতা ধরে রাখুক।

এদিন জামশেদ নাসিরি বলেন,” আমি দারুণ খুশি। বাড়ির সবাই খুশি। ও খেলার রংটাই পাল্টে দিল। আমি গর্বিত। আমর ওর ওপর ভরসা ছিল। আমি জানতাম ও সুযোগ পেলেই কাজে লাগাবে। তবে ডার্বির মত জায়গায় ওর এই পারফরমেন্স সত্যি আমাকে খুশি করেছে। আমি চাই ও ওর এই পারফরম্যান্স পরবর্তী ম্যাচে ধরে রাখুক। ভারতের জার্সি পড়ে মাঠে নামুক ও।”

আরও পড়ুন:Derby: কিয়ানের দুরন্ত হ্যাটট্রিকে ডার্বি জয় বাগান ব্রিগেডের
