Thursday, November 6, 2025

Wildlife:বিরল প্রজাতির হরিণের সংখ্যা কমছে কাজিরাঙা অভয়ারণ্যে

Date:

বিরল প্রজাতির হরিণের সংখ্যা কমছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। অসমের (Assam)  কাজিরাঙা ন্যাশনাল পার্ক (Kajiranga National Park) এবং টাইগার রিজার্ভ এলাকাতে বিরল প্রজাতির হরিণের (Deer)সংখ্যা কত তা জানতে সুমারি করা হয়। সেই সুমারিতে দেখা যায় ৮৬৮টি এই প্রজাতির হরিণ আছে। এদের মধ্যে ১৭৩টি পুরুষ হরিণ, ৫৫৭টি মেয়ে হরিণ এবং ১৩৮টি শিশু হরিণ রয়েছে। সূত্রের খবর, গত বছরও এই প্রজাতির হরিণের সংখ্যা কত জানতে সুমারি করা হয়। তখন হরিণের সংখ্যা যা ছিল তা এবার অনেকটা কম।

আরও পড়ুনঃ SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

উল্লেখ্য, ২০১৮ সালে কাজিরাঙা জাতীয় উদ্যানে যে সুমারি হয় সেখানে বিরল প্রজাতির হরিণের সংখ্যা ছিল ৯০৭টি। ওই এলাকার বন বিভাগের আধিকারিকদের মতে, ২০১৯ এবং ২০২০ সালে বন্যার কবলে পড়েছিল ওই জাতীয় উদ্যানের এলাকা। সেই সময়ে বন্যার জলে অনেকগুলি হরিণ ভেসে গিয়েছিল এবং মারা যায়। সেই কারণেই এবার সেখানে এই হরিণের সংখ্যা সেখানে কমেছে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

বন বিভাগের আধিকারিকরা জানান, এবার এই প্রজাতির যতগুলি হরিণ পাওয়া গিয়েছে তার বেশির ভাগই পূর্ব অসম বিভাগের। সেখানে পাওয়া গিয়েছে ৭৮৬টি। বিশ্বনাথ বন বিভাগে ৬২টি এবং নগাঁও এলাকাতে ২০টি বিরল প্রজাতির হরিণ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, কাজিরাঙা এলাকাতেই পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডার। বিশ্বে যত এক শৃঙ্গ গণ্ডার আছে তার প্রায় দুই তৃতীয়াংশ পাওয়া যায় এখানে। অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কাছাড়ের শিলচরে এবার ‘মুক্ত চিড়িয়াখানা’ গড়ে তোলা হবে। সেখানে দর্শকদের জন্য সাফারির ব্যবস্থাও থাকবে। ওই এলাকার বন্যপ্রাণকে রক্ষা করার জন্য এই চিড়িয়াখানা করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version