Friday, November 28, 2025

TMC: ১০ প্রতিশ্রুতি: কর্মসংস্থানে জোর দিয়ে গোয়ায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার ১০ প্রতিশ্রুতি। ইংরেজি, মারাঠি, কোঙ্কনি এবং রোমান কোঙ্কনিতে ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। উপস্থিত ছিলেন তৃণমূল (Tmc) সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra), তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গোয়ার প্রধান সমস্যা বেকারত্ব। সে কথা মাথায় রেখেই ইস্তেহার (Manifesto) প্রকাশ করেছে তৃণমূল। ১০ প্রতিশ্রুতি শীর্ষক ইস্তেহারে ক্ষমতায় এলে জোড়া ফুল শিবির কর্মসংস্থানে জোর দেবে বলে জানানো হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোয়ার উন্নয়নে কাজ করা হবে বলেই শনিবার সাংবাদিক বৈঠকে জানান ফ্যালেরিও।

একনজরে তৃণমূলের ইস্তেহারের কিছু ঝলক:

• গোয়ার ২ লক্ষ নতুন চাকরি হবে।

• গোয়ানদের জন্য ৮০% চাকরি সংরক্ষিত থাকবে।

• সরকারি ক্ষেত্রে ১০০০০ শূন্যপদ ৩ বছরের মধ্যে পূরণ করা হবে।

• গৃহলক্ষ্মী প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে।

• যুবশক্তির অধীন ৪% সুদের হারে ২০ লক্ষ টাকা পর্যন্ত গোয়ান যুবকদের জন্য ঋণ এবং বছরে ৬ মাস পর্যন্ত বেকারত্ব বিমা দেওয়া হবে।

• স্বাস্থ্য ও শিক্ষায় বাজেটের ব্যয় দ্বিগুণ করা হবে, পাশাপাশি ২টি নতুন মেডিক্যাল কলেজ, সরকারি স্কুলে আপগ্রেড সুবিধা এবং একটি ইউনিভার্সাল হেলথ কার্ড এবং সড়ক দুর্ঘটনায় গোয়ান পরিবারগুলিকে বিমার ব্যবস্থা।

• বেসরকারি ক্ষেত্র-সহ সমস্ত চাকরিতে গোয়ান মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ

• সমস্ত স্থানীয় সংস্থায় মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ।

• মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় দুটি ফাস্ট-ট্র্যাক আদালত (প্রতিটি জেলায় একটি), এবং একটি মহিলাদের নিরাপত্তার জন্য এসওএস সুরক্ষা মোবাইল অ্যাপ।

• ১৯৭৬ সালের আগে থেকে রাজ্যে বসবাসকারী সমস্ত গোয়ান পরিবারগুলির দখলাধীন জমির মালিকানা এবং গৃহহীন পরিবারগুলির জন্য ৫০০০০ ভর্তুকিযুক্ত বাড়ি

• পুরানো বাড়িগুলিকে নতুন করে সাজানোর জন্য ভর্তুকি হারে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

• রাতদিন-সাতদিন গণ পরিবহন। সরকারি বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে।

• ২৪ x৭ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

• মসৃণ রাস্তা।

• সমস্ত পরিবারের জন্য পানীয় জল ও নিকাশির সুবিধা।

• অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো এবং প্রশিক্ষণের সুবিধা।

• ১৮০০০ হেক্টর পুরনো জমিকে পুনরুজ্জীবিত করা হবে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে রাজ্য জুড়ে একটি কোল্ড-স্টোরেজ চেন প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি ডিপো এবং মন্ডিগুলির উন্নয়ন ও সম্প্রসারণ হবে।

• TMC সরকার গঠনের ২৫০ দিনের মধ্যে পরিবেশগতভাবে টেকসই খনির ব্যবস্থা করা হবে।

• গোয়ায় সম্প্রীতি বজায় রাখতে এবং পর্যটকদের আগমন আরও বাড়াতে ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত তহবিল গঠন হবে।

ফ্যালেরিও বলেন, মাত্র তিন মাস হল গোয়ায় কাজ শুরু করেছে তৃণমূল। অথচ এর মধ্যেই গোয়ার মানুষের আপন হয়ে উঠেছে তারা। তৃণমূলকে সাদরে গ্রহণ করেছেন সবাই। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তৃণমূলে যোগদান করে সংগঠনকে মজবুত করেছেন। এই শক্তির মাধ্যমে তৃণমূল গোয়ায় একটি ‘নতুন ভোর’-এর সূচনা করতে সক্ষম হবে।

আরও পড়ুন- দেশে বাড়তে থাকা বেকারত্ব সমস্যা নিয়ে মোদি সরকারকে তোপ বরুণের

 

 

 

spot_img

Related articles

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...