Thursday, August 28, 2025

পেগাসাস: সংসদে মিথ্যে বলেছে মোদি সরকার, পদক্ষেপের দাবিতে স্পিকারকে চিঠি অধীরের

Date:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) কেন্দ্র করে রীতিমতো উত্তাল জাতীয় রাজনীতি। গতবছর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী সংসদে জানিয়েছিলেন, এই ধরনের কোনও সফটওয়্যার সরকার কেনেনি। তবে নিউইয়র্ক টাইমসের(New York Times) সাম্প্রতিকতম প্রতিবেদন প্রকাশের পর নতুন করে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই সংসদে দাঁড়িয়ে সরকারের তরফে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পিকার ওম বিড়লাকে(Om Birla) চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। তাঁর আরজি, ইচ্ছাকৃত ভাবে লোকসভাকে বিভ্রান্ত করার অভিযোগে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে বিশেষাধিকার প্রস্তাব আনা হোক।

স্পিকারকে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরীর দাবি, গত বাদল অধিবেশনে পেগাসাস ইস্যুতে লোকসভায় দাঁড়িয়ে সরকার জানিয়েছিল পেগাসাসের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এমনকী, সুপ্রিম কোর্টেও একই দাবি করেছিল কেন্দ্র। এইভাবে বারবারই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট থেকে পরিষ্কার, এতদিন তারা মিথ্যেই বলে এসেছে। তাই তাদের বিরুদ্ধে ওই প্রস্তাব আনা হোক।

উল্লেখ্য, বিশেষাধিকার প্রস্তাব হল সাংসদরা ব্যক্তিগত ও সম্মিলিত ভাবে অধিকার ও ক্ষমতা ভোগ করেন। যখনই সেই অধিকার কোনও সদস্যের দ্বারা ভঙ্গ হয়, তখনই বিশেষাধিকার প্রস্তাব আনা হয় তাঁর বিরুদ্ধে। এই দোষ প্রমাণিত হলে সংসদের আইনে তা শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন:WHO-র কোভিড ম্যাপে ভারতের অংশকে চিন ও পাকিস্তান হিসেবে দেখানো হচ্ছে, সরব শান্তনু

প্রসঙ্গত, সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট ভাবে জানানো হয়েছে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময় ২০০ কোটি ডলারে ভারতের প্রতিরক্ষা চুক্তির মধ্যেই কেনা হয়েছিল পেগাসাস সফটওয়্যার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই দেশে আলোড়ন পড়ে যায়। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version