Tuesday, August 26, 2025

গান্ধীজিকে যারা গুলি করেছিলেন আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে তাঁদেরই উত্তরাধিকারীরা : ব্রাত্য বসু

Date:

বেলেঘাটায় অবস্থিত গান্ধী ভবন এক অনবদ্য ইতিহাসের সাক্ষী। ১৯৪৭ সালের ১২ই আগস্ট, স্বাধীনতার প্রাক্কালে জাতির জনক মহাত্মা গান্ধী এই গান্ধী ভবনে আসেন। ২০০ বছরের পরাধীনতার অবসানের দিন, ১৫ অগস্ট, যখন দিল্লিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তখন বাংলায় চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সময় এই স্থান থেকেই গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন।

রবিবার এই গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর ৭৫ তম প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তিনি বলেন, বেলেঘাটায় গান্ধী ভবন এক অনবদ্য ইতিহাসের সাক্ষী। ১৯৪৭ সালের ১২ অগস্ট, স্বাধীনতার প্রাক্কালে জাতির জনক মহাত্মা গান্ধী এই গান্ধী ভবনে আসেন। ২০০ বছরের পরাধীনতার অবসানের দিন, ১৫ অগস্ট, যখন দিল্লিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তখন বাংলায় চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সময় এখান থেকেই গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন।গান্ধীজির সত্যাগ্রহের মতো এত গুরুত্বপূর্ণ এক আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে এই গান্ধী ভবনের সঙ্গে।গান্ধীকে যারা গুলি করেছিলেন আজ মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছে তাঁদেরই উত্তরাধিকারীরা।

আরও পড়ুন- Kunal Ghosh:শব্দের জাদুকরের এই ভাষা কেন? কবীর সুমনকে লিখলেন কুণাল

এরই পাশাপাশি, রবিবার ব্যারাকপুর গান্ধী ঘাটে রাজ্যপালের মন্তব্য নিয়ে শিক্ষামন্ত্রী  বলেন, রাজ্যপাল না জানেন বাংলার ইতিহাস, রাজনৈতিক সচেতনতার ইতিহাস। বাংলার রাজনীতিতে হিংসা বরাবরই ছিল। নির্বাচনে যদি কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সর্বিক দায়। কোনও দলের দায় নয়। ফেসবুক বা টুইটার ব্যবহারের ক্ষেত্রে রাজ্যপালের কী করণীয় তা উনিই কোনও সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। ওঁকে আমরা সম্মানই জানাতে চাই। পাশাপাশি ওঁরও দায় রয়েছে প্রকৃত সম্মানিত হয়ে ওঠার।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version