Thursday, August 28, 2025

বিশেষ প্রতিনিধি , ঢাকা:

এবার খোঁজ মিলল ভাসমান হোটেলের! ওই ভাসমান হোটেল আছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার বুড়িগঙ্গা নদীতে বাবুবাজার সেতুর ঠিক নিচেই মিটফোর্ড মর্গের পাশেই আছে বেশ কিছু ভাসমান হোটেল। আসলে সেখানে নদীর তীরে বাঁধা আছে কয়েকটি নৌকা। সেই নৌকাকেই হোটেলের আকার দেওয়া হয়েছে। থাকার বন্দোবস্তও রয়েছে। আছে বেশ কিছু সুযোগ-সুবিধাও।
কম টাকায় থাকা যায় বলে ওই হোটেলের ঘরে এসে থাকেন অনেকেই।হোটেল হিসেবে সাজানো নৌকাগুলি দোতলা। এই রকম অন্তত পাঁচটি ভাসমান হোটেল আছে সেখানে। নৌকার মধ্যেই হোটেলের রুমের মতোই আছে অনেকগুলি ঘর। সেগুলির উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ছ’ ফুট, সোয়া চার ফুট ও আড়াই ফুট। আকার অনুযায়ী, প্রতিটি ঘরের ভাড়া ৫০ থেকে ১৫০ টাকা। তবে ১৫০ টাকার ঘরগুলি তুলনায় একটু বড়। সেখানে একসঙ্গে পাঁচ জন মানুষ থাকতে পারেন।
ভাড়া অল্প হলেও এসব হোটেলের যাঁরা থাকেন তাঁরা কম সুবিধা পান না। শীতের সময়ে লেপ, কম্বল, তোষক, বালিশ, পানীয় জল, মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিন সুবিধার ব্যবস্থা আছে এখানে। ওই ঘরগুলি সকাল ছ’টা থেকে রাত দু’টো পর্যন্ত খোলা থাকে।
শরীয়তপুর মুসলিম বোর্ডিংয়ের ম্যানেজার শাহ জামাল জানান, ওই বোর্ডিংয়ের মালিক আবদুস সাত্তার ১৯৬০ সালে এই ব্যবসা শুরু করেছিলেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে ওই ব্যবসা চালাচ্ছেন । দোতলা হোটেলে মোট ৫২টি ঘর আছে। তিনি জানান, সাধারণত নিম্ন আয়ের মানুষরাই এখানে থাকতে আসেন। বিশেষ করে যাদের কোনও সুনির্দিষ্ট আয়ের উৎস নেই। এমন কিছু মানুষ আছেন যাঁরা বছরের পর বছর সেখানেই আছেন। একজন তো প্রায় ৪০ বছরের বেশি সময় সেখানে আছেন বলেও, জানান তিনি।
তিনি বলেন, ‘গ্রাহকদের সুবিধাকে মাথায় রেখে ঘরের ভাড়া নির্ধারণ করা হয়। আমরা তাঁদের বিনামূল্যে কম্বল, জল ও বিদ্যুতের সুবিধা দিই।’পুরাতন ঢাকার বাদামতলি এলাকার ফল বিক্রেতা হাসান । তিনি জানান , তিনি প্রায় ছ’ মাস ধরে আছেন সেখানে। তিনি যে ঘরে থাকেন সেটার ভাড়া ৮০ টাকা। তিনি বলেন, ‘আগে আমি একটা মেসে থাকতাম। সেখানে খরচ বেশি পড়ত। কিন্তু এখানে অনেক কম টাকায় থাকতে পারছি। সেই সঙ্গেই বাড়তি কিছু সুবিধাও পাওয়া যায়।’

ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের ম্যানেজার মোস্তফা কামাল জানান, তাঁরা ওই হোটেল প্রায় ৩৩ বছর ধরে চালাচ্ছেন। তাঁর হোটেলে এখন ৪৮টি ঘর আছে। সবুজ মিয়ার বোর্ডিংয়ের আগের নাম ছিল বুড়িগঙ্গা বোর্ডিং। সেখানে প্রায় ৩০টি ঘর রয়েছে। এই সব হোটেলে রান্নার কোনও ব্যবস্থা নেই। খাবার আনতে হয় বাইরে থেকে।

তবে একটা সমস্যা আছে । সেটা হল মশার উপদ্রব ও বুড়িগঙ্গার পচা গন্ধ। কিন্তু, সেই সমস্যাকে আমল দিতে চান না এই ভাসমান হোটেলে বসবাসকারীরা। কারণ, নদীর ঢেউয়ে নৌকার মৃদু দুলুনি উপভোগ করতে করতেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তাঁরা।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version