Tuesday, December 16, 2025

আলিপুর জেলের দেওয়ালে রং-তুলিতে ফুটে উঠবে স্বাধীনতা সংগ্রামে ছবি

Date:

‘ফ্রিডম মিউজিয়াম’-এর দেওয়ালে বাংলার শিল্পীদের তুলিতে ফুটে উঠবে স্বাধীনতা সংগ্রামের ছবি। এমনই অভিনব পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কয়েক মাসের মধ্যেই এই ‘ফ্রিডম মিউজিয়াম’টির উদ্বোধন করা হবে। সেখানেই শিল্পীদের রং তুলিতে ফুটে উঠবে দেশনায়কদের ছবি।

আরও পড়ুন:রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

বারুইপুরে স্থানান্তরিত হয়েছে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার। সেখানেই তৈরি হতে চলেছে এই ‘ফ্রিডম মিউজিয়াম’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন শেষ ধাপের কাজ চলছে। প্রস্তুতির কাজ দেখতে যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম,ব্রাত্য বসু প্রমুখরা। থাকবেন মুখ্যসচিব  এইচ কে দ্বিবেদী, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। থাকবেন শিল্পী শুভাপ্রসন্নও। এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে নেতাজি এবং স্বামী বিবেকানন্দ ছাড়াও দেশনায়কদের সম্মান জানিয়ে অনেক কিছু করা হচ্ছে। তেমনই জেলে ফ্রিডম মিউজিয়াম তৈরির কাজ চলছে। কয়েক মাসের মধ্যেই এই মিউজিয়াম উদ্বোধন করা হবে বলে আশাপ্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, জেলের বাইরের দেওয়াল হেরিটেজ মেনে রঙ করা হয়েছে। সেই দেওয়ালেই স্বাধীনতার লড়াইয়ের কথা ফুটিয়ে তুলবেন বাংলার দশজন শিল্পী। তাঁর বক্তব্য, “অনেক কিছু হযবরল যেন না করে দেয়। যেন একটু সুন্দরভাবে হয়। কারণ লোকে কিন্তু এই মিউজিয়ামটা দেখতে যাবে। আমি চাই যাঁরা পেন্টিং করেন, ফ্রিডম ফাইটের উপরে একদিন তাঁরা পেন্টিং করবেন। আমি নিজেও থাকব।”

সূত্রের খবর, জেলের এই দেওয়ালে রং তুলি দিয়ে স্বাধীনতা সংগ্রামের ছবি আঁকবেন যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নর মতো নামীদামী শিল্পীরা। আঁকার নির্দিষ্ট জায়গা ছাড়াও দেওয়ালটিতে অয়েল পেন্টিং ও ফ্লুরোসেন্ট কালারে ছবি আঁকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া।...

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...

যুবভারতী কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গঠন করে তদন্তের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium Incident) মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় তার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version