Modi On Budget: বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগে সম্ভাবনা: মত প্রধানমন্ত্রীর

বাজেটে সব শ্রেণীর মানুষের কথা ভাবা হয়েছে। অর্থমন্ত্রীর প্রশংসা করে মন্তব্য মোদির।

বিরোধীরা যতই একে অন্তঃসারশূন্য, সাধারণ মানুষের বিরোধী বলে তোপ দাগুক না কেন, বাজেটের (Budget) প্রশংসা করে একে কর্মসংস্থান ও বিনিয়োগে সম্ভাবনাময় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, এই বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে। এটি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে সীতারমন (Nirmala Sitaraman) শুভেচ্ছা জানান মোদি।

প্রধানমন্ত্রী বলেছেন, সব শ্রেণীর মানুষের কথা ভাবা হয়েছে। তাঁর মতে, কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত মোদির।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঙ্গার ধারে প্রাকৃতিক কৃষিকে উৎসাহ দেওয়া হবে। কৃষিকে লাভজনক করা ও নতুন সুযোগ তৈরির দিশা দেখিয়েছে বাজেট- মন্তব্য মোদির। খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন প্যাকেজে কৃষকদের আয় বাড়বে বলে আশা প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

ডিজিটাল মুদ্রা, ৫জি পরিষেবার সূচনা, জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটালাইজেশনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আধুনিকতা আসবে বলে আশা মোদির। কিন্তু কীভাবে কর্মসংস্থান হবে বা কোন পথে বিনিয়োগ হবে দিশা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।