Cricket: ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, প্রথম ম‍্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমসে লিগ তথা নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে মোট আটটি দেশ।

২৪ বছর পর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ফিরছে ক্রিকেট। ১৯৯৮ সালে শেষবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বসেছিল ক্রিকেটের আসর। এরপর ফের ২০২২ সালে বার্মিংহ‍্যাম কমনওয়েলথে বসবে বাইশ গজের আসর। মঙ্গলবার এমনটাই জানাল আইসিসি ( Icc) এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন (Commonwealth Games Federation)।

আর এই প্রতিযোগিতায় ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS)। ২০২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দল। তারাই এবার মুখোমুখি হচ্ছে ২৯ জুলাই। ব্রোঞ্জ এবং স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অগাস্ট। মঙ্গলবার আইসিসি এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন যৌথ ভাবে এই ঘোষণা করে দিল।

কমনওয়েলথ গেমসে লিগ তথা নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে মোট আটটি দেশ। এই দেশ গুলো হল- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হবে ২৮ জুলাই, চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

আরও পড়ুন:ভারতীয় ক্রীড়া বাজেটে বাড়ল বরাদ্দ


Previous articleব্যাপক মারধর, বৈদ্যুতিক শক চিনা সেনার’! ‘মানসিকভাবে বিধ্বস্ত’ অপহৃত অরুণাচলের কিশোর
Next articleবাড়ছে বাঘে- মানুষে সংঘাত, আজও দক্ষিণরায়ের কবলে এক