ভারতীয় ক্রীড়া বাজেটে বাড়ল বরাদ্দ

মূলত টোকিও অলিম্পিক্সে ও টোকিও প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের জেরে এই বরাদ্দ বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার দেশের বার্ষিক সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ( Nirmala Sitharaman)। আর এই বাজেটে দারুণ লাভ করেছে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে। খেলার দুনিয়ায় ৩ বছর পর এমন সুদিন এল। এবারের বাজেটে ক্রীড়ার জন্য মোট বরাদ্দ হয়েছে ৩০৬২.৬০ কোটি টাকা, যা গতবারের বরাদ্দ থেকে ৪০০ কোটি টাকারও বেশি। ফলে বোঝা যাচ্ছে, গত বছর ক্রীড়ায় ভারতের সাফল্যের জেরেই এই বৃদ্ধি ঘটেছে।

গত বছর (২০২১-২২) সাধারণ বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ করা হয়েছিল ২৫৯৬.১৪ কোটি টাকা।
মূলত টোকিও অলিম্পিক্সে ও টোকিও প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের জেরে এই বরাদ্দ বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে এই বরাদ্দ বৃদ্ধির জেরে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসেও বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই বাজেটের জেরে জাতীয় যুব কল্যাণ প্রকল্প (১০৮ কোটি থেকে ১৩৮ কোটি টাকা) ও খেলো ইন্ডিয়া প্রকল্পের (৮৭৯ কোটি থেকে ৯৭৪ কোটি টাকা) বরাদ্দ বেড়েছে।

আরও পড়ুন:Gautam Gambhir: কে এল রাহুলকে নিয়ে কী বললেন লক্ষনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর?

Previous articleবেআইনিভাবে কয়লা উত্তলনের সময় বিপত্তি, মৃত্যু একাধিকের
Next articleKhaleda Zia: ৮১ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া