Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩

দুর্ঘটনায় আহত হয়েছেন অনিন্দিতা দাস কবীর। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে

দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের মন্ত্রী তথা চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন কমিশনার ডক্টর হুমায়ুন কবীরের (Humayun Kabir) স্ত্রীর গাড়ি। মঙ্গলবার, বিকাল চারটে নাগাদ গুড়াপ (Gurap) থানার বশিপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে (Durgapur Express Highway) দিয়ে বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন হুমায়ুনের স্ত্রী অনিন্দিতা দাস কবীর (Anindita Das Kabir)। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। বশিপুরের কাছে গাড়ির পিছনে ধাক্কা মারে একটি লরি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেনারে ধাক্কা মারে অনিন্দিতার গাড়িটি। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। আহত হন গাড়ির চালক-সহ তিনজন। সূত্রের খবর, আহত হয়েছেন অনিন্দিতা। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছে।

গাড়িটিকে উদ্ধার করে গুড়াপ থানার পুলিশ। অনিন্দিতা দাস কবীরকে অন্য একটি গাড়ি করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- ‘প্রতিশোধ’ নিচ্ছে মোদি সরকার! বাজেটে উচ্চবাচ্যই নেই কৃষি- কৃষকের

 

Previous article‘প্রতিশোধ’ নিচ্ছে মোদি সরকার! বাজেটে উচ্চবাচ্যই নেই কৃষি- কৃষকের
Next articleকল্যাণীর জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য