GST: জিএসটি-তে রেকর্ড আয় হয়েছে: জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এইচডি ভাগবত রেকর্ড আয় হয়েছে বলে বাজেট পেশ করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারমন।

GST চালু এবং তা নিয়ে বিরোধিতায় সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে জিএসটি চালু করেছিল মোদি সরকার। মঙ্গলবার, লোকসভায় বাজেট 2022 পেশ করে জিএসটি থেকে রেকর্ড আয় (Record Income) হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। জিএসটি চালু হওয়ার পর থেকে এটিই সব থেকে বেশি আয় বলে সংসদে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, জানুয়ারিতে জিএসটি আয়ে রেকর্ড হয়েছে। জানুয়ারিতে জিএসটি বাবদ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা আদায় হয়েছে। জিএসটির ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করেন নির্মালা। তবে, খুব শীঘ্রই সেই সমস্যা দূর করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:Budget: ৩ বছরে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস, নতুন রেল লাইনের ঘোষণা নেই নির্মলার বাজেটে

Previous articleBudget 2022: বেসরকারি উদ্যোগে দেশে আসছে 5G, চলতি বছরেই স্পেকট্রাম বিলির ঘোষণা নির্মলার
Next articleMamata: পেগাসাস স্পিন বাজেট: টুইটে তীব্র কটাক্ষ মমতার