school reopen : আবার  স্কুল খুলছে, খুশির হাওয়া দর্জিপাড়ায়

জলপাইগুড়ির দর্জিপাড়ায় (north bengal) এখন খুশির হাওয়া। করোনা সংক্রমণের (corona virus) কারণে বহুদিন বন্ধ ছিল স্কুল।  প্রায় দু’বছর বাদে আবার স্কুল খুলছে (school reopen)। শুরু হয়েছে স্কুলের পোশাক তৈরির হিড়িক। কারণ দু বছরে প্রায় সব পড়ুয়ারই  ইউনিফর্ম ছোট হয়ে গিয়েছে। কিন্তু  ইউনিফর্ম ছাড়া তো স্কুলে যাওয়া যাবে না। তাই স্কুল খোলার সিদ্ধান্তে এবার তড়িঘড়ি দর্জিপাড়ায় ছুটছেন অভিভাবকরা।  আর তার ফলে যারপরনাই খুশির হাওয়া দর্জিপাড়ায়। শুধুই অর্ডার আসছে।

করোনার বাড়বাড়ন্তর কারণে গত প্রায় দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে স্কুল খুলবে। একদিকে যেমন পাড়ায় শিক্ষালয় শুরু হতে চলেছে। অন্যদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির  পড়ুয়াদের জন্যও খুলছে স্কুল। ইতিমধ্যেই  করোনা বিধি মেনে স্কুলগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে স্যানিটাইজ করার কাজ।

 

Previous articleকমিশনের সর্বদলীয় বৈঠকে নির্বাচনী সময়সীমা  এক ঘন্টা বাড়ানোর অনুরোধ তৃণমূলের
Next articleজাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের ভার NHAI-এর, জহর সরকারের প্রশ্নে জবাব কেন্দ্রের