Wednesday, November 5, 2025

১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

বাড়তে থাকা করোনা পরিস্থিতির(covid situation) জেরে পূর্বনির্ধারিত দুয়ারে সরকার ক্যাম্পের ওপর স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকার(state government)। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিলেন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প(duare sarkar)। বাড়ির পাশে এই ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী ২৪টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এবারের ‘দুয়ারে সরকার’ চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এদিন প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারের সরকার প্রকল্পের রাজ্যের প্রচুর মানুষ সুবিধা পেয়েছেন। মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার জন্য দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও ৬টি দফতর। আগে ছিল ১৮টি দফতর। সবমিলিয়ে এ বার থেকে ২৪টি দফতরের কাজের সুবিধা পাওয়া যাবে দুয়ারের সরকারের শিবির থেকেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, মৎস্যজীবী, শিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ডও মিলবে এই ক্যাম্প থেকে। যেখানে যেটুকু পরিষেবা দেওয়া বাকি আছে, এবারের ক্যাম্প থেকে তা সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:সরকার গ্যারান্টি দিচ্ছে, ঋণ দিতেই হবে পড়ুয়াদের: ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মমতার

এ পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ব্যাঙ্কগুলির অসহযোগিতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তার কাছে জবাব চাওয়া হোক। ব্যাঙ্ক যে দয়া করছে না, সেটা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, পড়ুয়াদের ঋণ দিতেই হবে। একইসঙ্গে আধিকারিকদের নির্দেশ দেন যত দ্রুত সম্ভব ব্যাংকের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করে সমস্যা সমাধানের জন্য।

Related articles

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...
Exit mobile version