Thursday, May 15, 2025

কলকাতায় হানি ট্র্যাপের পর্দাফাঁস। কলকাতা পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করে সেক্স র‍্যাকেটে নাম জড়ানোর কথা বলে মোটা টাকা আদায়ের ছক বানচাল। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এমনই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল লালবাজার। রাজারহাটের শাপুরজি আবাসনে অভিযান চালিয়ে এক নাবালক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

আরও পড়ুন:ANUBRATA MANDAL: আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, জানালো হাইকোর্ট

পুলিশ সূত্রের খবর,তাদের কাছে এক ব্যক্তির অভিযোগ জমা পড়ে। কলকাতা পুলিশের ইনস্পেক্টর পরিচয় দিয়ে তাঁকে কেউ ফোন করেছিলেন। আচমকাই তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়েছিল, তাঁর নাম জড়িয়ে পড়েছে অবৈধ যৌনতা সংক্রান্ত ঘটনায়। ফোনেই পুলিশের খাতা থেকে নাম মুছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও বলা হয়।

এরপরই লালবাজারের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে ফোন নম্বর ট্র্যাক করে দেখা যায়, মোবাইলের অবস্থান রাজারহাটের শাপুরজি আবাসনে। এরপর আরও বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পর লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশ আবাসনে অভিযান চালায়। এরপরই পুলিশের জালে ধরা পড়ে ওই পাঁচ জন। উদ্ধার হয়েছে সিমকার্ড-সহ সাতটি মোবাইল ফোন এবং তিনটি এটিএম কার্ড। জানা গেছে, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। ধৃতরা এরকম আরও অনেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version