WB Election Commission:২৭শে ১০৮ পুরসভার ভোটগ্রহণ

west bengal state election commission

পূর্ব ঘোষণা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। এবং এই বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গেই ২০ জেলায় পুরসভা এলাকাগুলিতে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি।

আরও পড়ুন:Metro Rail: মেট্রো লাইনে ফাটল, বন্ধ দমদম-গিরিশ পার্ক মেট্রো পরিষেবা

৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ৮ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হনে সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই পুরভোটে প্রচারের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। প্রচারে ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। অডিটোরিয়ামে ২০০ লোক।