অন্ধকারে ঢাকল ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে তৃণমূল সাংসদরা

আলো বন্ধ ইন্ডিয়া গেটের (India Gate)। ফলে দেখা যাচ্ছে না সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তি (Netaji Statue)। এর প্রতিবাদে সরব হলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার, সন্ধেয় ইন্ডিয়া গেটে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, মৌসম নুররা। প্ল্যাকার্ডে লেখা ‘কেন নেতাজির মূর্তি অন্ধকারে রাখা হল?’, ‘আলো দিন’, ‘দূর করুন অন্ধকার’। সৌগত রায় অভিযোগ করেন, যেমন মূর্তির আলো নিভে গিয়েছে, সেইভাবে নেতাজির প্রতি বিজেপি সরকারের শ্রদ্ধাও চলে গিয়েছে।

আরও পড়ুন: লোকসভায় বিতর্কিত মন্তব্য, রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব বিজেপি সাংসদ নিশিকান্তের

তৃণমূল সাংসদদের অভিযোগ, নেতাজির হলোগ্রাম মূর্তি (Netaji Statue) সাড়ম্বরে উদ্বোধনের পরে তা অন্ধকারে রাখা হচ্ছে। এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। তাঁদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায় ইন্ডিয়া গেট চত্বরে।

এ বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বাংলার নেতাজি নিয়ে ট্যাবলো বাতিল হয়। এর প্রতিবাদে ঝড়় ওঠে সব মহলে। সেই প্রতিবাদ ধামাচাপা দিতে সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ঘোষণা করে কেন্দ্র। যতদিন না আসল মূর্তিটি তৈরি হচ্ছে ততদিন সেখানে একটি হলোগ্রাম মূর্তি করা হয়েছে। মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন, সন্ধেয় সেই মূর্তি অন্ধকারে ঢেকে যাওয়ায় প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা। বিষয়টি নিয়ে শুক্রবার লোকসভায় সরব হতে পারে তৃণমূল।

 

Previous articleসরস্বতী পুজো নিয়ে ধুন্ধুমার বেলুড়ের লালবাবা কলেজে
Next articleMs Dhoni: নতুন লুকে মাহি, মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়