Thursday, December 18, 2025

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’, ফের পড়ল পোস্টার

Date:

Share post:

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’ লেখা পোস্টার পড়ল এবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।’ পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে লেখা রয়েছে ‘এলাকার অধিবাসীবৃন্দ।’ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

পোস্টার প্রসঙ্গে খড়গপুর (Kharagpur) শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, ‘ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না। সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করি বিজেপির পক্ষ থেকে। তাছাড়া, আমার নিজেও ব্যক্তিগতদিক থেকে মত, ওয়ার্ডের মানুষই প্রার্থী হলে ভালো হয়।’ তিনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে বলেন, ‘এই কাজ তৃণমূলের একাংশ করছেন ওই স্টিকারের নীল-সাদা রং দিয়ে। তৃণমূলই যে এবার তৃণমূলকে ইশারা করছে, তা পরিস্কার বোঝা যাচ্ছে।’

আরও পড়ুন-পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অসিত বসাক (Asit Basak) বলেন, ‘পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। আর এই কাজ মোটেই তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে করেনি। এটা বিজেপির কাজ। এই পোস্টার ওরাই করেছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। আগে ওরা জবাব দিক যে, এখানে যিনি বিধায়ক হয়ে জিতেছেন, তিনি কি আদৌ খড়গপুরের ? তিনি যদি খড়গপুরের বাসিন্দা না হয়েও এখানে বিধায়ক হয়ে থাকতে পারেন, তাহলে ওদের এই যুক্তি একেবারেই খাটে না। রাজনীতিতে এগুলো পুরোপুরি দেউলিয়া কথাবার্তা। বিজেপি (BJP) এখন দেউলিয়া রাজনীতি করার চেষ্টা করছে।’

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...