Sunday, May 11, 2025

Sourav Ganguly: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে থাকবে না দর্শক, জানালেন বিসিসিআই সভাপতি

Date:

ইতিমধ্যেই খেলার মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ( Mamata Banerjee)। আর ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার নন্দনকানন ইডেন গার্ডেন্সে ( Eden Gardence) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের টি-২০ সিরিজ। এরপরই খুশিতে মেতে ওঠে ক্রীড়াপ্রেমী মানুষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই ভালো খবরে জল ঢেলে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও বাইরের দর্শককে এই টি-২০ সিরিজে ইডেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র ক্রিকেট সিএবি আধিকারিক ও কর্মকর্তাদের অনুমতি দেওয়া হবে, বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি এটি সরাসরি জানিয়ে দিতে চাই, আমরা আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে কোনও দর্শককে ইডেন গার্ডেন্সে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সাধারণ মানুষের জন্য কোনও টিকিট ছাড়া হবে না। শুধু সিএবির বিভিন্ন বিভাগের আধিকারিকদের অনুমতি দেওয়া হবে।”

কেন এমন সিদ্ধান্ত? এই নিয়ে সৌরভ বলেন,”বর্তমান সময়ে, আমরা দর্শকদের অনুমতি দিয়ে খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। লাইফ অ্যাসোসিয়েট সদস্যদের জন্যও কোনও টিকিট ছাড়া হবে না। অবশ্যই, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাড়পত্র পেয়েছি, তবে বিসিসিআই খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না।”

এর আগে ৬ তারিখ থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজও বন্ধ দরজার মধ্যে করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:Virat Kohli: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে যশ ধুল,কৌশল তাম্বেদের পেপটক বিরাট কোহলির

Related articles

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...
Exit mobile version