শহরের বুকে ফের মর্মান্তিক দুর্ঘটনা। কাঁকুড়গাছিতে (Kankurgachi) মৃত্যু হল মহিলার (lady)। মৃতার নাম যুথিকা বিশ্বাস। জানা গিয়েছে, গতকাল শুক্রবার (Friday) রাতে ট্রাম লাইনে একটি বাইকের (bike) চাকা আটকে যায়। সেই সময় পিছন থেকে আসা একটি ম্যাটাডোর (Matador) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকে (bike)। পড়ে যান বাইকের (bike) পিছনে বসে থাকা ওই মহিলা (lady)। গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আরও পড়ুনঃ Earthquake-Delhi : শনিবার সকালে ভূকম্পন দিল্লি- কাশ্মীরসহ গোটা উত্তর ভারতে



দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাগান থানার পুলিশ। ঘাতক ম্যাটাডোরটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।অভিযুক্ত ম্যাটাডোরের চালককেও গ্রেফতার করা হয়েছে।

