ভারতরত্ন (Bharat Ratna) সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি (President of India) রামনাথ কোবিন্দ। ভারতরত্ন (Bharat Ratna) লতাজির (Lata Mangeshkar) কৃতিত্ব অতুলনীয় থাকবে, প্রতিক্রিয়া রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি লিখছেন, “লতাজির মৃত্যু হৃদয় বিদারক। তাঁর গানে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠত।”

আরো পড়ুন:Lata Mangeshkar: পন্ডিত নেহেরু কেঁদে ফেলেছিলেন লতার গান শুনে

এদিকে, কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। আজ, রবিবার সন্ধে ৬টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য।

আরো পড়ুন: Lata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”

