Thursday, August 21, 2025

Sc EastBengal: ওড়িশা এফসিকে সমীহ ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার, লাল-হলুদে নতুন সহকারী

Date:

সোমবার আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( SC Eastbengal)। প্রতিপক্ষ ওড়িশা এফসি ( Odisha Fc)। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই ড্র করে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ওড়িশার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।  আর রবিবার সাংবাদিক সম্মেলনে সেই আভাসই পাওয়া গেল লাল-হলুদ কোচ মারিও রিভেরার গলায়।

সামনে এবার ওড়িশা এফসি, যাদের কাছে প্রথম পর্বে ছয় গোল হজম করেছিল এসসি ইস্টবেঙ্গল। আগামীকালের ম‍্যাচে নতুন কী পরিকল্পনা? জবাবে মারিও বলেন,”ওড়িশা এফসি খুবই ভারসাম্যযুক্ত একটি দল। ওদের সব সময় ছয়জন ফুটবলার বলের পিছনে থাকে, তাই ওদের চমক দেওয়া খুব কঠিন। ওদের কিছু ভালো ফুটবলার রয়েছে যাদের আইএসএলে অভিজ্ঞতা রয়েছে এবং এদের কয়েকজনের আবার লা লিগা খেলার অভিজ্ঞতাও আছে। তবে আমরাও তৈরি। আশা করছি ভালো ফল হবে।”

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। সেই ম‍্যাচের পারফরম্যান্স নিয়ে মারিও বলেছেন, “দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ানের বিরুদ্ধে পারফরম্যান্স আমাদের অন্যতম সেরা ম‍্যাচ। এটি নিঃসন্দেহে কলকাতা ডার্বির দ্বিতীয় পর্বের প্রথমার্ধের পারফর্মেন্সের সঙ্গে থাকবে।”

লড়াই করলেও কার্যত প্লেঅফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে কিভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ  করছেন? এর জবাবে মারিও বলেন, ” ফুটবলাররা সকলেই পেশাদার, ওরা প্রতিটি ম্যাচ জেতার জন্য, গোল করার জন্য ক্ষুধার্ত। ফলে মোটিভেশনের কোনও অভাবের প্রশ্নই নেই।”

লিগ টেবিলের কোথায় শেষ করতে পারে ইস্টবেঙ্গল? এই নিয়ে মারিওর বলেন, “আমরা এখন লিগ টেবিলের দিকে দেখছি না, আমরা ম্যাচ অনুযায়ী দেখছি। আমরা পরের তিন পয়েন্ট জিততে যাই এবং পরের ম্যাচের দিকে এগোতে চাই।”

এদিকে লাল-হলুদে এল নতুন সহকারী কোচ। মারিও রিভেরার সহকারী হিসাবে এসসি ইস্টবেঙ্গল নিযুক্ত করল ভিক্টর হেরেরো ফোরকাদোকে। ফুটবল জগতে যিনি পুলগা নামে পরিচিত। আইএসএলে বেশ অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা। পুলগা এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলে খেলেছেন। এর মধ্যে ২০১৪-র ফাইনালে কেরালাকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছেন। পরবর্তীতে ২০১৯-২০ মরশুমে তিনি জামশেদপুর এফসিতে আন্তোনিও ইরিওন্দোর কোচিং স্টাফেও কাজ করেছেন।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version