Thursday, August 21, 2025

Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা

Date:

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা বিশ্বের সঙ্গে শোকের ছায়া টলিউডেও। সোশ্যাল মিডিয়ায় সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।

রবিবার সকালে সুরলোকে পাড়ি দেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এরপরই সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। তিনি লিখেছেন, “লতাজি আপনি আর আপনার গান আমাদের হৃদয়ে থেকে যাবে আজীবন। লতাজির পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের সমবেদনা।”

শোকজ্ঞাপন করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। তিনি লেখেন, “আমাদের সরস্বতী পুজো শেষ হতেই তার আত্মা দেহ ছাড়ল। আমাদের জীবন্ত সরস্বতী আর নেই।”

শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি বললেন, “লতাজি আমাদের গর্ব। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার স্বপ্ন। ওনার সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো। উনি আমাদের কাছে বিস্ময়ের মতো। ওনার চলে যাওয়া আমাদের কাছে বড় শূন্যতা। ওটা কোনওদিনও পূরণ হবে না। লতাজি একটা স্তম্ভ। যার সামনে আমরা সবাই মাথানিচু করি। উনি আমার একটা গান প্লেব্যাক করেছিলেন। এটাই আমার জন্য সৌভাগ্য।”

শোকপ্রকাশ করে  টুইটে দেব লিখেছেন, “ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান, চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, না ফেরার দেশে ভাল থাকবেন।”

 

সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, “সরস্বতীর বিসর্জন!”

টুইটে সুরসম্রাজ্ঞীকে প্রণাম জানিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি লেখেন, “জীবন গান থমকে গিয়েছে জানি, তবু সুরের আকাশ জুড়ে তোমারই যাওয়া আসা, সুরের আকাশে শুকতারা তুমি, গানের হৃদয়ে ভালোবাসা। লতা মঙ্গেশকর, জানাই চির অম্লান প্রণাম।”

লতা মঙ্গেশকরের গানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভাল থেকো সরস্বতী।”

শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোহম চক্রবর্তীও (Soham Chakraborty)। লিখেছেন, “লতা মঙ্গেশকরের প্রয়াণে এক যুগের অবসান হল। ভারতীয় সঙ্গীত জগৎ আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আমরা যা হারালাম, তার আঘাত আমায় স্তব্ধ করেছে, আমার পরম সৌভাগ্য যে ছোটবেলায় তাঁর গাওয়া ২-৩ টি ছবির গানে আমি অংশ হতে পেরেছিলাম, তা আমার চির সম্পদ। মহা মানবীকে জানাই চির প্রণাম।

টুইটে শোকজ্ঞাপন করেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও। জিৎ টুইটে লিখেছেন, “কুইন অব মেলোডি! তাঁর আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন- Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

 

 

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version