Monday, August 25, 2025

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই নির্বাচন(election), কিন্তু এবার করোনা বিধি নিষেধ শিথিল করার কথা জানাল নির্বাচন কমিশন( election commission of India)। করোনা (Corona) পরিস্থিতির উনতি হয়েছে। সেই আবহেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। কিন্তু বিগত নির্বাচনগুলোর পরেই কোভিড ১৯(COVID 19) চরম আকার ধারন করেছিল। তবে মনে করা হচ্ছে পরিস্থিতির গুরুত্ব বুঝেই বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছে কমিশন( election commission of India)।

পাঁচ রাজ্যে নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে কড়া নিয়ম বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে পদযাত্রা, ব়্যালি-সহ একাধিক বিষয়ের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে দেশে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে মনে করছে কমিশন আর তাই, ধীরে ধীরে শিথিল করা হচ্ছে সেই বিধিনিষেধ।

ঠিক কী বলেছে নির্বাচন কমিশন?

১. রবিবার এক সাংবাদিক বৈঠক করে কমিশন স্পষ্ট জানিয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড. গোয়া, পাঞ্জাব, মণিপুরের বিধানসভা ভোটের প্রচারসভায় আরও বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন।

২. স্টেডিয়াম বা কোনও হলের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রচারে অংশ নিতে পারবেন।তবে যদি খোলা জায়গায় সভা হয়, সেক্ষেত্রে সভাস্থলের সর্বোচ্চ লোকসংখ্যার নিরিখে তার ৩০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে।

৩. সরকারি নিয়ম মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা আবশ্যক।

তবে ভোটপ্রচারের সময়সীমা নিয়ে অবশ্য নতুন করে কিছু বলা হয়নি। সকাল ৮ টা থেকে রাত ৮টার মধ্যে সেরে ফেলতে হবে প্রচার। বাড়ি-বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে সর্বাধিক ২০ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version