Monday, November 10, 2025

টেকনো-রোটারির নয়া উদ্যোগে সল্টলেকে মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল

Date:

রাজ্যে তৈরি হতে চলেছে আরও একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং রোটারি ইন্টারন্যাশন্যালের যৌথ উদ্যোগে তৈরি হাসপাতালটির নাম রাখা হচ্ছে রোটারি-টেকনো গ্লোবাল হাসপাতাল। শুক্রবার সেক্টর ফাইভে ৬০০ শয্যার এই হাসপাতালের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরী এবং রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা।

আরও পড়ুন:মিশন উত্তর প্রদেশ: অখিলেশের হয়ে নির্বাচনী প্রচারে আজ লখনউ যাচ্ছেন মমতা

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে তৈরি এই হাসপাতালে সবরকমের চিকিৎসার সুবিধা মিলবে। দুই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কেন্দ্রস্থলে ৩ একর জমির উপর গড়ে উঠবে ওই হাসপাতাল। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা মিলবে সেখানে। আগামী দু’বছরের মধ্যেই ৩৫০ শয্যা সম্পূর্ণভাবে চালু করা হবে ওই হাসপাতালে।

শেখর মেহতা বলেন, ‘‘রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল কলকাতা স্বাস্থ্য পরিষেবায় নতুন যুগের সূচনা করবে। ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে সেরা হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান। এই হাসপাতাল আগামী দিনে হাজার হাজার তরুণ ছেলেমেয়ের জন্য কাজের সুযোগও তৈরি করবে।’’ সত্যম রায়চৌধুরী বলেন, ‘‘চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ স্থাপন করার যাত্রায় টেকনো ইন্ডিয়া গোষ্ঠী বরাবরই এগিয়ে। এই প্রতিষ্ঠান অনেক মাইলফলক ছুঁয়েছে অতীতে। এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। কলকাতায় রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করবে।’’

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...
Exit mobile version