Saturday, August 23, 2025

West Bengal: কাঁথি পুরভোটে বিজেপির টিকিট পেলেন না অধিকারী পরিবারের কোনও সদস্য

Date:

তাহলে কি বুঝে গিয়েছে নিশ্চিত পরাজয়? এবার আর হালে পানি পাওয়া যাবে না! আসন্ন কাঁথি (Kanthi) পৌরসভা (Municipal) ভোটে অধিকারী পরিবারের (Adhikary Family) কোনও সদস্যকেই টিকিট (Ticket) দিল না বিজেপি (BJP) । সোমবার গভীররাতে গোপনে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) পুরসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP), সেখানে নাম নেই অধিকারী পরিবারের (Adhikary Family) কোনও সদস্যের। অতএব, কাঁথি (Kanthi) পুরসভাতে বিগত তিনদশকে প্রথমবার থাকবেন না শান্তিকুঞ্জের কোনও সদস্য।

আরও পড়ুনঃ Pravin Kumar Sobti:প্রয়াত মহাভারতের ‘ভীম’ খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি

১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন অধিকারী পরিবারের বড়কর্তা শিশির অধিকারী। এরপর ২০০৬ সালে চেয়ারম্যান হন শুভেন্দু অধিকারী। ২০১০ সালে শুভেন্দু পদ ছাড়লে ২০২০ পর্যন্ত কাঁথি পুরসভার দায়িত্বে ছিলেন সৌমেন্দু। অবিভক্ত কংগ্রেস ছাড়ার পর সকলেই জিতে আসছিলেন তৃণমূলের টিকিটে। দল বদলে অধিকারী পরিবার এখন বিজেপির ছত্রছায়ায়। শেষবার কাঁথির ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। চেয়ারম্যানও ছিলেন তিনি। পরে অবশ্য বহিষ্কার করা হয়েছিল তাঁকে। কিন্তু কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন। এবার সেই ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে গোবিন্দ খাটুয়াকে।

আরও পড়ুনঃ দিলীপকে “পঙ্গু” করে খড়্গপুর পুরভোটে বিজেপির মুখ হিরণ, প্রার্থীও হলেন অভিনেতা-বিধায়ক

সব মিলিয়ে কাঁথিতে গত তিনদশক ধরে চলে আসা “অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানির” পতন হল। আসলে বিজেপি কাঁথিতে নিজেদের ভাঙন রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, গভীর রাতে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বেশ সাবধানী বিজেপি। উড়ে এসে জুড়ে বসা অধিকারীদের বেশি গুরুত্ব দেওয়ায় কাঁথির আদি বিজেপি নেতাকর্মীরা দল ছাড়া শুরু করেছেন। অধিকারীদের রমরমার জন্য বিজেপির ছাতারতলায় থাকা বিদায়ী কাউন্সিলরদের মধ্যেও অনেকে দলত্যাগ করেছেন। সেই ভাঙন রুখতেই এবার কাঁথি পুরভোট থেকে অধিকারীদের দূরে রাখা হল বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে কাঁথিতে অধিকারীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে অধিকারীরা ভোটের ময়দানে থাকলে কাঁথিতে দলের ভরাডুবি যে নিশ্চিত, সেটাও উপলব্ধি করেছে রাজ্য ও জেলা নেতৃত্ব।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version