Tuesday, November 4, 2025

Accident Followup: দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু: ঘটনাস্থল ঘুরে দেখল ফরেন্সিক দল

Date:

Share post:

বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ট্রাফিক সার্জেন্ট (Traffic Sargent) শশীভূষণ মিঞ্জের। সেই ঘটনায় এবার তদন্তে নামল ফরেনসিক (Forensic) দল। মঙ্গলবার, সকালে দুর্ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ফরেন্সিক দলের সদস্যরা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন তারা। এদিন, কলকাতা পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকদের উপস্থিতিতে তিলজলা ট্রাফিক গার্ডে (Tiljala Traffic Gaurd) গার্ড অফ অনার দেওয়া হয় নিহত ট্রাফিক সার্জেন্টকে।

সোমবার বিকাল ৪টে নাগাদ পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়ে দিয়ে বাইকে যাচ্ছিলেন শশীভূষণ মিঞ্জ নামে ওই ট্রাফিক সার্জেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় তাঁর বাইকের সামনের চাকা একটি গর্তে পড়ে যায় ৷ বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার শরীরের বাইরে থেকে কোনও চোট দেখা যায়নি। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন- লখনউয়ের চিকন ও চিকেন কাবাব: উত্তর প্রদেশ সফরে মমতা জানালেন তাঁর পছন্দ

মঙ্গলবার, দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় কলকাতা পুলিশের ফরেন্সিক টিম। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। সেটিও পরীক্ষা করে দেখে ফরেন্সিক টিম। সার্জেন্টের দেহের ময়নাতদন্তের সময়ও ছিল ফরেন্সিক দল। তিলজলা ট্রাফিক গার্ডে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।


 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...