ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৫৭ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৮,৪৬৫.৯৭ (⬆️ ১.১৪%)

🔹নিফটি ১৭,৪৬৩.৮০ (⬆️ ১.১৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও বাজেট ঘোষণার পর সামান্য ঊর্ধ্বমুখী হলেও বড়সড় ধাক্কা খায় শেয়ারবাজার সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার ৬৫৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৯৭ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬৫৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৫৭.৩৯ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৪৬৫.৯৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৯৭.০৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৪৬৩.৮০।

Previous articleCorona update: নাকে স্প্রে করলে সারবে করোনা?
Next articleরবিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কেন?