দশম ও দ্বাদশের টার্ম-২ পরীক্ষার তারিখ ঘোষণা সিবিএসই-র, পরীক্ষা হবে অফলাইনেই

cbse

দশম ও দ্বাদশ শ্রেণীর টার্ম ২ (CBSE Term 2 Date) পরীক্ষার তারিখ ঘোষণা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে (CBSE)। পরীক্ষা অফলাইনেই হবে বলে জানিয়েছে সিবিএসই। আগামী ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর টার্ম-২ বোর্ড পরীক্ষা আয়োজিত হবে।

সিবিএসই বিবৃতি জারি করে জানিয়েছে, বিভিন্ন স্টেকহোল্ডারদের (Stakeholders) সঙ্গে আলোচনার পরে এবং দেশের করোনা (Covid 19) মহামারী পরিস্থিতি বিবেচনা করে বোর্ড ২ টি পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-বিজেপির অন্দরে প্রবল বিদ্রোহের মাঝেই এবার লকেট-শান্তনুর বৈঠকে বাড়ছে জল্পনা

কয়েকদিন আগে টার্ম ১-এর ফলাফলের তারিখ সম্পর্কিত ভুয়ো বিজ্ঞপ্তি এবং টার্ম ২ পরীক্ষা সম্পর্কে ভুল তথ্য নিয়ে ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছে বোর্ড। টার্ম-২ পরীক্ষার (CBSE Term 2 Date) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা সম্পর্কিত যে কোনও তথ্য বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যাচাই করার পরেই তা বিশ্বাস করা উচিত।

টার্ম-১ প্রশ্নপত্রে শুধু অবজেকটিভ বা মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল। কিন্তু টার্ম-২ পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ছোটো প্রশ্ন এবং বিষয়ভিত্তিক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে।

 

Previous articleরবিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কেন?
Next articleViral News: বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জননী হলেন বিহারের বাসিন্দা