Sunday, May 4, 2025

কমিশনের নির্দেশ অমান্য, তাম্রলিপ্ত পুরসভায় বিজেপির  প্রার্থী তালিকা ঘিরে বিতর্ক

Date:

তাম্রলিপ্ত পুরসভায় বিজেপির (BJP) প্রার্থী তালিকা ঘিরে তৈরী হয়েছে বিতর্ক।কেননা, কমিশন থেকে বাতিল করে দেওয়া নাম আছে বিজেপির প্রার্থী তালিকায়।ওই প্রার্থীর  নাম রুমা জানা। সোমবার রাতে ঘোষিত  বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) ১৯ নম্বর ওয়ার্ডে তাকে প্রার্থী করা হয়েছে।

জানা গিয়েছে, গত পুরসভা নির্বাচনে খরচের আয়-ব্যয় হিসাব নির্বাচন কমিশনকে সঠিকভাবে না দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনের নাম কমিশন থেকে গত ১ তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে অন্যান্য জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভার ৬১ জন এবং এগরা পুরসভার ১জন গতবারের প্রার্থী আছেন। এ বার তারা ভোটে দাঁড়াতে পারবে না বলে জানানো হয়।

আরও পড়ুন- তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কিন্তু ফেরানো হবে না: বিস্ফোরক কুণাল ঘোষ

রুমা  ২০১৫ সালে তাম্রলিপ্ত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়াই করেছিলেন। তাঁর নামে নির্বাচন কমিশন থেকে প্রার্থী না হতে পারার বিজ্ঞপ্তি জারি হতেই, তাম্রলিপ্ত পুরসভা এলাকা থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিন জন।সেই দলে এই প্রার্থীও আছেন। যদিও গোটা ঘটনায় রুমার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেওয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। ১০৮টি পুরসভার জন্য প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version