Wednesday, December 3, 2025

ত্রুটিপূর্ণ ক্ষুধার পরিমাপ: Global Hunger Index-এর রিপোর্ট খারিজ কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে উন্নয়নের ঢাক পেটালেও মোদি জমানায়(Modi Govt) দেশের আসল চিত্র তুলে ধরেছিল গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। যেখানে দেখা গিয়েছিল, বিশ্ব ক্ষুধা সূচকে(Global hunger index) ভারতের(India) অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রিপোর্টের জেরে কার্যত মুখোশ খুলে গিয়েছিল মোদি সরকারের। বুধবার তার প্রেক্ষিতে সংসদে কেন্দ্রের(Central) তরফে জানানো হলো গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ভারতের প্রকৃত চিত্র প্রতিফলিত করে না, কারণ এটি একটি ত্রুটিপূর্ণ ‘ক্ষুধার’ পরিমাপ।

বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি(Smriti Irani) বলেন, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স, ২০২১ রিপোর্ট অনুযায়ী ভারতের স্কোর ২৭.৫ এবং ১১৬ টি দেশের মধ্যে ১০১ তম স্থানে রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স চারটি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে – অপুষ্টি, শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা(স্টান্টিং), শিশুর উচ্চতা ও ওজনের মধ্যে ভারসাম্যহীনতা (চাইল্ড ওয়েস্টিং) এবং শিশুমৃত্যু। এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়, কারণ এটি উপযুক্ত নয় বা একটি দেশে ক্ষুধার প্রাদুর্ভাবের বাস্তব চিত্র তুলে ধরে না। এর চারটি সূচকের মধ্যে মাত্র একটি সূচক, অর্থাৎ, অপুষ্টি, সরাসরি ক্ষুধার সাথে সম্পর্কিত। দুটি সূচক, যথা, স্টান্টিং এবং ওয়েস্টিং হল অন্যান্য বিভিন্ন জটিল মিথস্ক্রিয়া যেমন স্যানিটেশন, জেনেটিক্স, পরিবেশ এবং খাদ্য গ্রহণের ব্যবহার ছাড়াও ক্ষুধা যা স্টান্টিং এবং ওয়েস্টিং এর জন্য কার্যকারক বা ফলাফল হিসাবে নেওয়া হয় গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ। এছাড়াও, খুব কমই কোন প্রমাণ আছে যে চতুর্থ সূচক, যথা, শিশুমৃত্যু ক্ষুধার একটি ফলাফল। হাঙ্গার ইনডেক্স-এ ব্যবহৃত পরিসংখ্যান আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে নেওয়া হয়েছে যা দেশে উপলব্ধ সর্বশেষ তথ্য অনুযায়ী আপডেট করা হয়নি। যা সরকারের অর্থনৈতিক প্রতিক্রিয়াকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

spot_img

Related articles

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই...

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...