বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তাঁর সার্থকতা । নিজে যত কাজেই ব্যস্ত থাকুন না কেন , কেউ যদি বিপদে পড়ে আর তা যদি তাঁর দৃষ্টিগোচর হয় তৎক্ষণাৎ দুহাত বাড়িয়ে দেন সেদিকে। তিনি বলিউড অভিনেতা সোনু সুদ (sonu sood)।
সম্প্রতি তিনি পাঞ্জাবের মগা জেলায় হাইরোড ধরে যাচ্ছিলেন। সে সময় হাই রোডে দু’টি গাড়ি মুখোমুখি চলে আসে। দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। তা দেখেই সোনু গাড়ি থেকে নেমে পড়েন। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজেই গাড়িতে করে নিয়ে যান হাসপাতালে । এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় গোটা ঘটনাটি ফ্রেমবন্দি হয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গিয়েছে।